উত্তরঃ- ই’তিকাফ অবস্থায় শরয়ী বা মানবীয় প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে বের হওয়া যায় না।
জানাযায় অংশগ্রহন যেহেতু শরয়ী বা মানবীয় প্রয়োজন নয় তাই এ’তেকাফকারী তাতে অংশগ্রহন করতে পারবে না।
তবে মান্নতের এতেকাফের শুরুতে শর্ত করে নিলে পারবে।
– রদ্দুল মুহতারঃ- ৩/৫০৫, হাশিয়াতুত তাহতাবীঃ- ৭০২, ফাতাওয়ায়ে হাক্কানীয়াঃ- ৪/১৯৯,
Leave Your Comments