উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী কসম ভঙ্গ করার দ্বারা কাফ্ফারা ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু ওয়ারিশগন মৃত ব্যাক্তির পক্ষ থেকে কাফ্ফারা আদায় করতে প্রস্তুত, তাই প্রত্যেক কসমের জন্য ভিন্ন ভিন্ন কাফ্ফারা আদায় করতে হবে।
একটি কাফ্ফারা আদায় করা যথেষ্ঠ নয়।
-রদ্দুল মুহতার আলা দুররিল মুখতারঃ-৩/৭১৪, ফাতাওয়া তাতারখানিয়াঃ-৬/৩০৪, ফাতাওয়া হাক্কানিয়াঃ-৫/৩৯,
Leave Your Comments