প্রশ্নঃ আমি একটি মিনি ট্রাক ক্রয় করতে চাই যার নগদ বাজার মুল্য ১২ লক্ষ টাকা আর কিস্তিতে ক্রয় করলে তার মুল্য ১৩ লক্ষ টাকা। একবারে ক্রয় করতে অক্ষম হওয়ায় কিস্তিতে ক্রয় করতে চাই।এখন আমার জানার বিষয় হলো, কিস্তিতে ক্রয় বিক্রয় জায়েয আছে কি না?

উত্তরঃ হ্যা প্রশ্নক্ত ক্ষেত্রে কিস্তিতে ক্রয় বিক্রয় করা তিনটি শর্ত সাপেক্ষে জায়েয। যা নিম্নে উল্লেখ করা হলো (১) লেনদেনটি নগদ হউক বা বাকী তা উল্লেখ পূর্বক মুল্য নির্ধারণ করে চুক্তি বদ্ধ হতে হবে। (২) মূল্য নির্ধারণ করার পর কোন ধরনের বিলম্ব করার কারণে অতিরিক্ত টাকার দাবী করা যাবে না।(৩) কিস্তি পরিশোধ করার তারিখ নির্ধারণ করতে হবে। দলিলঃসুনানে তিরমিযী ১/৩৩ রদ্দুল মুহতার ৫/১৪২। ফাতাওয়ায়ে উসমানী ৩/১১৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *