উত্তরঃ- মান্নত সহীহ হওয়ার জন্য নিম্নে বর্ণিত শর্ত পাওয়া যাওয়া আবশ্যক।
১/ মান্নতকারী জ্ঞানবান হওয়া।
২/ প্রাপ্ত বয়স্ক হওয়া।
৩/ মুসলমান হওয়া।
৪/মান্নতটি আল্লাহর নামে হওয়া।
৫/ মান্নতটি ইবাদতে মাকসুদা হওয়া।
– রদ্দুল মুহতারঃ- ৩/৪৩৫, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/৪৭১, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৫/১৯৪,
Leave Your Comments