উত্তরঃশরীয়তের বিধানানুযায়ী যদি কারো কাছে নেসাব পরিমাণ ব্যবসার মাল থাকে তাহলে তার উপর যাকাত ওয়াজিব আর ব্যবসার মালের মূল্যের ক্ষেত্রে বাজার মূল্য ধর্তব্য। সুতরাং উল্লেখিত সুরতে আপনার এক লক্ষ টাকার ব্যবসার মালের উপর যাকাত ওয়াজিব। যা মাল বিক্রি হয়েছে তার মূল্য থেকে চল্লিশ ভাগের এক ভাগ ও যে মাল বিদ্যমান আছে উহার চল্লিশ ভাগের একভাগ দিয়ে দিবেন।দলিলঃহেদায়া ১/১৯৫ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৪১ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২২/৩০৭ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৩/৫৪১
Leave Your Comments