উত্তরঃ- আল্লাহ তায়ালা স্থান, কাল ও পাত্র হতে পবিত্র।
আল্লাহ তায়ালা কোনো বিশেষ স্থান বা সর্বত্র বিরাজমান থাকার আকীদা সহীহ নয়।
কোরআন-হাদীসে যে সকল স্থানে আল্লাহ তায়ালা কোনো স্থান, কাল ও পাত্রে বিদ্যমান থাকার কথা বলা হয়েছে, সেখানে তার অর্থ হলো আল্লাহ তায়ালার কুদরত, বাদশাহী ও ইলম সেখানে বিরাজমান রয়েছে।
তবে আল্লাহ তায়ালার অস্তিত্ব বিদ্যমান রয়েছে।
কিন্তু তার অস্তিত্ব বিদ্যমান থাকার রূপ কি তা মানুষের বোধশক্তির ঊর্ধ্বে।
-আল কুরআন, আল জামে লি- আহকামিল কুরআন – সুরা হাদীদ৯/১৯৭, মায়ারেফুল কুরআনঃ- ৩/৫৭৩,
Leave Your Comments