প্রশ্নঃ-আল্লাহ তায়ালা ঝিমান এবং তন্দ্রা যান, এরূপ আক্বীদা পোষণ করার দ্বারা কি ঈমানহারা হয়ে যাবে?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে আল্লাহ তায়ালার প্রতি কোরআন বিরোধী আক্বীদা পোষণ কারীর ঈমান থাকেনা।

সুতরাং বর্ণিত সুরতে আল্লাহ তায়ালা ঝিমান এবং তন্দ্রা যান ইত্যাদী কােরআন বিরোধী আক্বীদা পোষণকারী ঈমানহারা হয়ে যাবে।

 

– আল কুরআন; সুরা বাকারা, আয়াত নং-৩/২৫৫, ফাতাওয়া তাতারখানিয়াঃ- ৭/২৮৫, আল বাহরুর রায়েকঃ- ৫/২০২, ফাতাওয়া মাহমুদিয়াঃ-১/২৫৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *