উত্তরঃ- শুধু বেগানা মহিলাদের ইমামতী করা মাকরুহে তাহরীমী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরত অনুযায়ী ইমাম ব্যাতীত সবাই মহিলা হওয়ায় মাকরুহে তাহরীমা হবে। অবশ্য কোন মাহরাম মহিলা থাকলে মাকরুহ হবে না।
– আদ দুররুল মুখতার বি হামিশি রদ্দিল মুহতারঃ- ২/৩৬৮, খুলাসাতুল ফাতাওয়াঃ- ১/১৫৪-১৫৫, আহসানুল ফাতাওয়াঃ- ৩/২৮৪,
Leave Your Comments