প্রশ্নঃ- ইসলামী শরীয়তে কোন মহিলা বিচারক হতে পারেন কি না?

উত্তরঃ- নারীরা বিচারক হতে পারবে। তবে হদ ও কিসাস জাতীয় কোন বিচারে রায় দিতে পারবে না।

 

– আল বাহরুর রায়েকঃ- ৬/৪৩৭,  আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/১৩১, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/১১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *