উত্তরঃ- শরয়ী নীতিমালার আলোকে মুহরিম ব্যাক্তির জন্য সুগন্ধি প্রাধান্য বস্তু ব্যাবহার নিষিদ্ধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুগন্ধিযুক্ত জর্দ্দা যেহেতু সাধারণত সুগন্ধিই মুখ্য বা প্রাধান্য হয় না, তাই তা খাওয়া বৈধ। তবে সুগন্ধি থাকার কারণে মাকরুহ হবে। ইহরাম অবস্থায় এ ধরণের জর্দ্দা পরিহার করা উচিৎ।
-রদ্দুল মুহতারঃ- ২/৫৪৫, আল বাহরুর রায়েকঃ- ৩/৯, ইমদাদুল ফাতাওয়াঃ- ২/১৯৩,
Leave Your Comments