প্রশ্নঃ ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর বলা ওয়াজিব, কিন্তু উক্ত ছয় তাকবীরের কোন একটি বাদ পরলে সেই নামাযের হুকুম কি?
উত্তরঃদুই ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর সহ অন্য যে কোন ওয়াজিব ছুটে গেলে বা কম বেশী হলে সিজদায় সাহু ওয়াজিব হওয়াটাই সাভাবিক। তবে ঈদের নামাযে ও জুময়ার নামাযে জামাত বড় হওয়ার কারনে বিশৃংখলা ও ফেতনা সৃষ্টি হওয়ার সম্ভবনা কে দমন করার জন্য সিজদায় সাহু ওয়াজিব নয়।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে ঈদের অতিরিক্ত তাকবির বাদ গেলে সিজদায় সাহু করতে হবে না। নামায সহিহ হয়ে যাবে।
দলিলঃ রদ্দুল মুহতার ২/১৫৭ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১৮৬ বাদায়ুস সানায়ে ১/৫২২ হাশিয়ায়ে তাহাবিয়া ৪৬৫ হেদায়া ১/১৫৭ বাহরুর রায়েক ২/১৭০আহসানুল ফাতাওয়া ৪/৩৯
Leave Your Comments