উত্তরঃ বন্ধুকী বস্তু বন্ধুকী হিসেবে তার থেকে কোনভাবেই উপকৃত হওয়া বৈধ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়া বৈধ হবে না। দলিলঃ হেদায়া ৪/৫২২ ফাতাওয়ায়ে সিরাজিয়া ৫২৭ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/২২৯। আহসানুল ফাতাওয়া ৮/৪৯৭ কেফায়াতুল মুফতি ১১/৫৮২।
Leave Your Comments