প্রশ্নঃ- ঋনপত্রের বিনিময়ে নগদ টাকা না দিয়ে পন্য ক্রয়-বিক্রয় বৈধ হবে কি না?

উত্তরঃ-পন্যের বিনিময়ে ঋনপত্র হস্তান্তর করা বৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ঋনপত্র হস্তান্তর করে পন্য ক্রয়-বিক্রয় বৈধ। তবে এক্ষেত্রে ঋনপত্র প্রকাশকারীর অনুমতি আবশ্যক।

 

-রদ্দুল মুহতার মায়াদ দুররলি মুখতারঃ-৫/৩৪০-৩৪১, আল হিদায়াঃ-৩/১২৯, ইসলাম আওর জাদীদ মায়াশী মাসায়েলঃ-৪/১৪২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *