উত্তরঃ- স্বামীর ইন্তেকালের সময় স্ত্রীর জন্য যেটা বসবাসের স্থান বলে গন্য হয় সেখানেই তাকে ইদ্দত পালন করতে হয়।
প্রশ্নে বর্ণিত ব্যাক্তি ফ্যামিলি নিয়ে ঢাকায় বসবাসরত থাকায় তার স্ত্রীর জন্য ঢাকায় বসবাসের স্থান বলে গন্য হবে। তা নিরাপত্তা বজায় থাকাবস্থায় তাকে ঢাকাতেই ইদ্দত পালন করতে হবে। আর নিরাপত্তার বিঘ্ন হলে অন্যকোন নিরাপদ স্থানেও ইদ্দত পালন করতে পারবে।
-আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ২/২৭৫, শরহু মুলতাকাল আবহার বিহামিশি জামইল আনহারঃ- ২/১৫৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ১২/৩৯৬,
Leave Your Comments