প্রশ্নঃ- একজনের গ্রামের বাড়ি নোয়াখালী। সে ফ্যামিলি নিয়ে নিয়ে ঢাকায় থাকে। কিছুদিন পুর্বে সে স্ট্রোক করে মারা যায়। সে মাঝে মাঝে গ্রামের বাড়িতেও আসতো। এখন জানার বিষয় হলো তার স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে, ঢাকায় নাকি গ্রামে?

উত্তরঃ- স্বামীর ইন্তেকালের সময় স্ত্রীর জন্য যেটা বসবাসের স্থান বলে গন্য হয় সেখানেই তাকে ইদ্দত পালন করতে হয়।

প্রশ্নে বর্ণিত ব্যাক্তি ফ্যামিলি নিয়ে ঢাকায় বসবাসরত থাকায় তার স্ত্রীর জন্য ঢাকায় বসবাসের স্থান বলে গন্য হবে। তা নিরাপত্তা বজায় থাকাবস্থায় তাকে ঢাকাতেই ইদ্দত পালন করতে হবে। আর নিরাপত্তার বিঘ্ন হলে অন্যকোন নিরাপদ স্থানেও ইদ্দত পালন করতে পারবে।

 

-আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ২/২৭৫, শরহু মুলতাকাল আবহার বিহামিশি জামইল আনহারঃ- ২/১৫৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ১২/৩৯৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *