উত্তরঃ- নাপাক লেগেছে এমন বস্তু পাক হওয়ার জন্য শরীয়ত সম্মত পদ্ধতিতে তা দূর করাই যথেষ্ঠ। শুকানো আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কাপড় ধৌত করাটাই পবিত্রতার জন্য যথেষ্ঠ হবে। শুকানোর প্রয়োজন নেই।
– সহীহ মুসলিমঃ- ১/১৪০, ফাতাওয়ায়ে বাজ্জাযিয়াহঃ- ১/১৪, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ-১/৪৫২,
Leave Your Comments