উত্তরঃ কুরআন হাদিসের আলোকে সুস্পষ্ট ভাষায় বর্নিত হয়েছে। যে সুদ দেওয়া ও নেওয়া উভয়টাই হারাম। বিধায় প্রশ্নে বর্নিত সুরতে এক একাউন্ট থেকে সুদ উত্তলোন করে অন্য একাউন্টের সুদ পরিশোধ করা না জায়েয ও হারাম। দলিলঃ সুরা বাকারা ৭৫। সহিহ মুসলিম ২/২৮ ইমদাদুল ফাতাওয়া ৩/১৫৫-১৫৬।ফাতাওয়ায়ে উসমানী ৩/ ৪৮০।
Leave Your Comments