প্রশ্নঃ একজন ব্যাক্তি হালাল ও হারাম মিশ্রিত সম্পদ রেখে মৃত্যু বরন করেছে এমতাবস্থায় তার এই সম্পদের উপর মিরাস জারি হবে কি?

উত্তরঃ মৃত ব্যক্তির সম্পদ হালাল হারামের মধ্যে এমন ভাবে মিশ্রিত হয়ে যায় যে তা আলাদা করা সম্ভব না ৷তাহলে ওয়ারিশগন উক্ত সম্পদ ব্যবহার করতে পারবে। কিন্তু যে পরিমাণ সম্পদ হারাম সে পরিমাণ সম্পদ মালিকের পক্ষ থেকে সদকা করে তারপর সে উক্ত সম্পদ ব্যবহার করবে।দলিলঃ রদ্দুল মুহতার ৫/৯৯মাজমাউল আনহার ৪/১৮৭ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২০/৩৩৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *