উত্তরঃ মৃত ব্যক্তির সম্পদ হালাল হারামের মধ্যে এমন ভাবে মিশ্রিত হয়ে যায় যে তা আলাদা করা সম্ভব না ৷তাহলে ওয়ারিশগন উক্ত সম্পদ ব্যবহার করতে পারবে। কিন্তু যে পরিমাণ সম্পদ হারাম সে পরিমাণ সম্পদ মালিকের পক্ষ থেকে সদকা করে তারপর সে উক্ত সম্পদ ব্যবহার করবে।দলিলঃ রদ্দুল মুহতার ৫/৯৯মাজমাউল আনহার ৪/১৮৭ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২০/৩৩৯।
Leave Your Comments