প্রশ্নঃ- একটা বিল্ডিংয়ে ১টা ফ্লোর বিক্রি হচ্ছে। এই ফ্লোরটা বিল্ডিংয়ের সবাই কিনতে চায়। এখন কাকে প্রাধান্য দিবে?

উত্তরঃ- শোফার অধিকার পর্যায়ক্রমে তিন প্রকারের ব্যাক্তির জন্য সাব্যস্ত হয়।

১/ মূল জমিতে অংশীদার।

২/ জমির সংশ্লিষ্ট বিষয়ের অংশীদার। যেমন ব্যাক্তিগত রাস্তা বা পানির ট্যাংকি ইত্যাদিতে।

৩/ জমির সাথে মিলিত প্রতিবেশী।

সুতরাং বর্ণিত ফ্লোরে যিনি সরাসরি অংশীদার, তিনিই শুফার অধিকারী হবেন। তার অনুপস্থিতিতে ফ্লোরের সংশ্লিষ্ট বিষয় তথা সিড়ির অংশীদার হিসাবে বিল্ডিংয়ের সকলেই সমহারে শুফার অংশীদার হবেন।

 

-আদ দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ- ৬/২১৭, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/২২৯, আস সিরাজিয়াহঃ- ৪৫৩,

Tags:

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *