প্রশ্নঃ এক পাগল তার স্ত্রীকে হত্যা করেছে, এখন তার কেসাস আসবে কি?

উত্তরঃ হাদীসের ভাষ্যমতে ৩ ধরনের ব্যাক্তি শরীয়তের হুকুম পালনের ব্যাপারে আদিষ্ট নয়। তারা হলো পাগল ঘুমন্ত ব্যাক্তি ও নাবালেগ শিশু। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে স্বামী পাগল হওয়ায় স্ত্রীকে হত্যা করার দ্বারা স্বামীর উপর কেসাস আসবে না।দলিলঃসুনানে ইবনে মাজাহ ৫০৬ দুররুল মুখতার ৬/৫৩২ ফাতাওয়ায়ে কাজি খান ৩/৩২১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *