উত্তরঃ শরীর বিধান অনুযায়ী বিবাহ হওয়ার জন্য শর্ত হলো দুইজন সাক্ষীর বর ও কন্যার পক্ষের ইজাব কবুল একই সাথে শোনা। যদি কোনো একটি না শুনে তাহলে বিবাহ সংগঠিত হবে না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ছেলের পক্ষ থেকে চিঠির মাধ্যমে মহিলার নিকট ফরম পাঠানো এবং মহিলার সাক্ষী দ্বয়ের সামনে মুখে কবুল না করে শুধুমাত্র ফরম পূরণ করার দ্বারা বিবাহ সংঘটিত হয়নি। দলিলঃ ফাতাওয়ায়ে শামী ৪/৮৩ ফাতাওয়ায়ে আলমগীরী ১/৩৩৪ আপ কে মাসায়েল অর উনকা হাল৬/৯৭।
Leave Your Comments