উত্তরঃ- শরয়ী নীতি অনুযায়ী স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার দ্বারা তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে স্বামী যদি তালাকের নিয়তে বলে তাহলে দুই তালাক হবে, আর যদি তালাক প্রাপ্তা বলার দ্বারা আগের স্বামীর তালাকের প্রতি ইশারা করে তাহলে পরবর্তি শব্দ তালাক বলার দ্বারা শুধু এক তালাক হবে।
-ফতোয়া আলমগীরীঃ-১/৪২২-৪২৩, আল ফাতাওয়া আল-বাজ্জাজিয়াহঃ-১/১১৪, ফতোয়া তাতার খানিয়াঃ-৪/৪০০,
Leave Your Comments