প্রশ্নঃ- এক ব্যাক্তি দাড়ি রাখার প্রতিজ্ঞা করতে গিয়ে সে এভাবে বলে যে, আমি যদি আর দাড়ি কাটি তাহলে আমি মুসলমান না, পরে সে দাড়ি কেটেছে। এখন তার বিধান কি?

উত্তরঃ- কোনো মুসলমানের মুখ থেকে কুফরি জাতীয় শব্দ বের হওয়া বড় অন্যায় ও মারাত্মক গোনাহের কাজ। তাই প্রশ্নোক্ত ব্যাক্তি খাটি মনে তাওবা করা অত্যন্ত জরুরী।

আর “আমি যদি আর দাড়ি কাটি তাহলে আমি মুসলমান না” এ ধরণের বাক্য উচ্চারণ করলে তা কসমের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং তা ভঙ্গ করায় কসমের কাফ্ফারা আদায় করতে হবে। তবে এ কারণে সে কাফের হবে না।

 

-আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৩১৪, দুররুল মুখতার আলা হামিশি রদ্দিল মুহতারঃ- ৩/৭১৪,  ফাতাওয়ায়ে উসমানীঃ- ২/৫০০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *