উত্তরঃ শরীয়তের বিধান মোতাবেক নিজের বিবাহিতা স্ত্রী ব্যাতিত অন্য কোন মহিলার সাথে যিনা করলে তার উপর শরয়ী দন্ডবিধি প্রয়োগ করা হবে।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে এই ব্যাক্তির উপরও হদ আসবে। তবে বর্তমান শরয়ী হাকিম না থাকায় কারো উপর ব্যাক্তিগত ভাবে যিনার শাস্তি প্রয়োগ করা যাবে না।দলিলঃ রদ্দুল মুহতার ৩/১৪৫ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৫/১৬১।
Leave Your Comments