উত্তরঃশরয়ী বিধান মতে ওয়াকফ করার সময় ওয়াকফ কারীর শরীয়ত সম্মত সমস্ত শর্তই মান্য করা আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে ওয়াকফকারীর নামে মসজিদ করার শর্ত করা শরীয়ত বিরোধী নয় বরং প্রসিদ্ধির জন্য ব্যাক্তি ও গোত্রের নামে নামকরণ করার কথা হাদিসে বর্নিত রয়েছে। বিধায় এ ধরনের শর্ত মানা যাবে, মানলে কোন অসুবিধা নেই।দলিলঃসহিহ বুখারী ১/৫৯ রদ্দুল মুহতার ৬/৫২৬ ফাতহুল বারী ১/৬০৪ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২৩/৯৯।
Leave Your Comments