উত্তরঃশরীয়তের বিধান মতে মুদারাবার চুক্তিতে লভ্যাংশের পরিমান নির্দিষ্ট থাকা জরুরি। তবে নির্ধারিত টাকার পরিমাণ শর্ত করলে মুদারাবাহ চুক্তি সহিহ হবে না। সুতরাং প্রশ্নে উল্লেখিত সুরতে দোকানদার কে ৫০ হাজার টাকা দিয়ে প্রতিমাসে নির্ধারিত ৩০০০ হাজার টাকা দেওয়ার শর্ত করার কারণে উক্ত মুদারাবাহ চুক্তি বাতিল হয়ে যাবে।দলিলঃ হেদায়া ৩/২৫৮ ফাতাওয়ায়ে হিন্দিয়া ৪/২৯৫ দুররুল মুখতার ১২/৩৬০ ফাতাওয়ায়ে উসমানী ৩/৩৫ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/৩৪৫।
Leave Your Comments