উত্তরঃ কোন অমুসলিমকে হোটেল ভাড়া দিয়ে তার থেকে ভাড়া নেওয়া বৈধ তবে অন্যায় কাজে সহযোগিতা হওয়ার কারনে উক্ত কাজ মাকরুহ। বিধায় কোন মুসলিমের জন্য পাপাচার অমুসলিমকে হোটেল ভাড়া দেওয়া ও তার থে উজরত গ্রহণ করা উচিত নয়।যত তারাতাড়ি সম্ভব তার কাছ থেকে হোটেল নিয়ে নিবে এবং শরয়ী সম্মত কোন কাজ করে এমন লোকের কাছে ভাড়া দিবে।দলিলঃদুররুল মুখতার ৬/৩৯২ ফাতাওয়ায়ে হিন্দিয়া ৪/ ৪৮৬ কেফায়াতুল মুফতি ১১/৪৪৮। ফাতাওয়ায়ে রহিমিয়া ৯/২৯২
Leave Your Comments