প্রশ্নঃ এক মুসলমান ব্যাক্তি অন্য এক অমুসলিম ব্যাক্তির নিকট নিজের হোটেল ভাড়া দিয়েছে। ভাড়াটে ব্যাক্তি সেখানে নাজায়েয কার্য পরিচালনাও করে থাকে। আমার জানার বিষয় হলো,এরকম অমুসলিম ব্যাক্তির নিকট হোটেল ভাড়া দেওয়া যাবে কি? এবং তার ভাড়া নিয়ে মালিক নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবে কি?

উত্তরঃ কোন অমুসলিমকে হোটেল ভাড়া দিয়ে তার থেকে ভাড়া নেওয়া বৈধ তবে অন্যায় কাজে সহযোগিতা হওয়ার কারনে উক্ত কাজ মাকরুহ। বিধায় কোন মুসলিমের জন্য পাপাচার অমুসলিমকে হোটেল ভাড়া দেওয়া ও তার থে উজরত গ্রহণ করা উচিত নয়।যত তারাতাড়ি সম্ভব তার কাছ থেকে হোটেল নিয়ে নিবে এবং শরয়ী সম্মত কোন কাজ করে এমন লোকের কাছে ভাড়া দিবে।দলিলঃদুররুল মুখতার ৬/৩৯২ ফাতাওয়ায়ে হিন্দিয়া ৪/ ৪৮৬ কেফায়াতুল মুফতি ১১/৪৪৮। ফাতাওয়ায়ে রহিমিয়া ৯/২৯২

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *