উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী জানা যায়, আমীর যদি কোরআন সুন্নাহর বাহিরে কোন হুকুম না করে তাহলে তা পালন করা আবশ্যক। অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কাফেরের সংখ্যা অধীক হলেও আমীরের হুকুম পালন করা আবশ্যক। কেননা জয় পরাজয় আল্লাহর হাতে। তাই শুধু সংখ্যার কথা বিবেচনায় এনে আমীরের আদেশ অমান্য করার সুযোগ নেই।
তবে হ্যাঁ! যুদ্ধের পরিবেশ যদি এমন হয় যে আমীর ব্যাতীত বাকি সব সৈন্য যুদ্ধের সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে পরাজয় হওয়ার বিষয়টা নিশ্চিত মনে করেন তাহলে তার আদেশ না মানার অবকাশ আছে।
-ফাতাওয়া হিন্দিয়াঃ-২/২০৯, বাদায়েউস সানায়েঃ-৯/৩৪৫, ফাতাওয়া হাক্কানীয়াঃ-৫/২৮৬,
Leave Your Comments