প্রশ্নঃ- কিছু লোক মাদরাসার জন্য একটি জমি ওয়াকফ করলো। পরে তারা চাচ্ছে জমিটি মসজিদের জন্য দিয়ে দিবে, এবং এতে সবাই রাজি আছে। এখন কি তারা এটা করতে পারবে?

উত্তরঃ- খাত নির্ধারণ-পুর্বক ওয়াকফকৃত সম্পদ ওই খাতের সাথেই নির্দৃষ্ট হয়ে যায়।

এতে পরিবর্তনের অনুমতি নেই।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মাদরাসার জন্য ওয়াকফকৃত জমি মসজিদের জন্য দেয়া যাবে না। ( কিন্তু ওয়াকফের সময় ওয়াকফকারীগন পরিবর্তনের শর্ত করে থাকলে পরিবর্তন করতে ( তথা মসজিদের জন্য দিতে) পারবে। )

 

-আল আশবাহু ওয়ান নাজায়েরঃ- ২/১০৬, আল বাহরুর রায়েকঃ- ৫/২১৮,  আজিজুল ফাতাওয়াঃ-১/৫৭৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *