উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে কাজী সাহেব সাক্ষ্য গ্রহণ করতে হলে সমস্ত সাক্ষ্য প্রমান অস্পষ্ট ও সন্দেহ থেকে খালি হতে হবে। আর অডিও ও ভিডিও ফুটেজ যেহেতু অস্পষ্ট ও অন্যের সংমিশ্রণ ও সন্দেহ থেকে খালি নয়, তাই কাজী সাহেব ভিডিও ফুটেজের সাক্ষ্য গ্রহণ করতে পারবেনা। কেননা ইন্টারনেটের মাধ্যমে ও ভিডিও ফুটেজ বানানো যায়। সুতরাং কেউ ভিডিও ফুটেজের মাধ্যমে সাক্ষ্য পেশ করলে কাজী সাহেব তা গ্রহণ করতে পারবেনা ।
-আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/৪, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহুঃ- ৬/৪৭৭, কিতাবুল ফাতাওয়াঃ- ৩/৪৭,
Leave Your Comments