উত্তরঃ- বিবাহ সহীহ হওয়ার জন্য উপস্থিত ব্যাক্তির মৌখিক কবুল বলা শর্ত। তবে বোবা ব্যাক্তির লিখিত কবুল স্বাক্ষীদের সামনে পড়ে শুনানোর শর্তে সহীহ হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি সুস্থ হলে এবং বিবাহের মজলিসে উপস্থিত থাকলে তার লিখিত কবুলের দ্বারা বিবাহ সহীহ হবে না।
-আদ দুররুল মুখতার আলা হামিশে রদ্দিল মুহতারঃ-৩/১৬,আল বাহরুর রায়েকঃ- ৩/৪৩৩, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/১২, ইমদাদুল ফাতাওয়াঃ- ২/২৫৭,
Leave Your Comments