প্রশ্নঃ- কোন অপরাধের শাস্তি হিসাবে আর্থিক দন্ড দিলে তার হুকুম কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে আর্থিক জরিমানা জায়েয নেই।

সুতরাং কোন অপরাধের কারণে আর্থিক দন্ড দেয়া বৈধ হবে না।

 

– রদ্দুল মুহতারঃ-৪/৬১,  আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-৩/৩২১, কিফায়াতুল মুফতীঃ- ৯/১৭৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *