উত্তরঃ- শরিয়তের ভাষ্যানুযায়ী নাবালেগের উপর রোজা ফরজ নয়। এবং যদি রমজানের দিনে বালেগ হয় তাহলে তার উপর ঐ দিনের কাজা আবশ্যক নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে নাবালেকের জন্য ফরজ রোজা আদায় হবেনা, কারণ তার উপর উক্ত দিনের রোজা ফরজ নয়।
-নাসবুর রায়াহঃ-১/৪৮৯, ফাতাওয়া সিরাজিয়াহঃ-১৬৬, বেহেশতী জেওরঃ-৩/১৯,
Leave Your Comments