প্রশ্নঃ-কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির মাধ্যমে স্ত্রীর নিকট খবর পৌঁছায় যে, সে রজা’য়াত করেছে তাহলে রজা’য়াত হবে কিনা?

উত্তরঃ- স্ত্রীকে তালাকে রজয়ী‘ দেওয়ার পর রজায়া‘ত করার জন্য স্বামীর মুখের স্বীকারোক্তিই যথেষ্ঠ ,খবর পৌঁছানো জরুরী নয়। অতএব, প্রশ্নে বর্ণিত সুরতে রজায়া‘ত হয়ে যাবে ।

 

-হেদায়াঃ- ২/৩৯৫, ফাতাওয়া সিরাজিয়্যাহঃ- ২২৪, আপ কে মাসায়েলঃ- ৬/৪৪২, কিফায়াতুল মুফতিঃ- ৮/৩৪৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *