উত্তরঃ কোরবানী বৈধ হওয়ার জন্য নিজের মালিকানা পশু দারা কোরবানী করতে হয়,আর চুরি করা পশু ক্রয় করার দারা মালিকানা হয় না।বিধায় প্রশ্নে বর্নিত ব্যাক্তি চোর থেকে ক্রয় করা পশু দারা কোরবানী করতে পারবে না।বরং তাকে অন্য একটি পশু ক্রয় করে কোরবানী করতে হবে।দলিলঃ মুসতাদরক লিল হাকেম ২/১৪১(২২৫৩) রদ্দুল মুহতার ৬/৩৮৫বাদায়িউসসানায়ে ৬/৩০৪ কেফায়াতুল মুফতি ১২/৬৯।
Leave Your Comments