উত্তরঃ- ঈঙ্গিতবহ শব্দের মাধ্যমে তালাক নিয়তের উপর নির্ভরশীল।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে এক তালাক বা দুই তালাকের নিয়ত থাকলে এক তালাকে বায়েন, এবং তিন তালাকের নিয়ত থাকলে তিন তালাক পতিত হবে। আর নিয়ত না থাকলে কিছুই পতিত হবে না।
– মাজমাউল আনহারঃ-২/৩৪, আল হিদায়াহঃ- ২/৩৭৩, ফাতাওয়া মাহমুদিয়াঃ- ১২/৫৭৩,
Leave Your Comments