উত্তরঃ- আমাসতের জিনিস তার মালিকের হাতে পৌঁছে দেয়াই শরীয়াহর নিয়ম।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি তার হাতে আমানতের বস্তুগুলো বিক্রি করে তার মূল্য নিজের কাছে সারা জীবন রেখে সংরক্ষণ করা আবশ্যক। যতক্ষণ না আমানত দাতার সংবাদ পৌঁছে। পৌঁছলে তার নিকট ফিরিয়ে দেয়া যায়। বা তার মৃত্যুর সংবাদ প্রাপ্তির পর তার ওয়ারিছদের নিকট পৌঁছে দেয়া যায়।
-ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ-৪/৪৭৬, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়াহঃ- ৩/১০৬, ফাতাওয়ায়ে উসমানীঃ- ৩/৪৭২,
Leave Your Comments