উত্তরঃ- শরীয়তের নীতিমালা অনুযায়ী ইতিকাফকারীর জন্য শরীয়ত স্বীকৃত প্রয়োজন ব্যাতিত মসজিদ হতে বের হওয়া জায়েয নাই। এতদাসত্বেয় বের হলে ইতিকাফ ভেঙ্গে যাবে। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মসজিদের বাইরে কথাবার্তা বলা ও নফল গোসল করা ইত্যাদি শরয়ী ওযর নয়। তাই এর দ্বারা এতেকাফ ভেঙ্গে যাবে। তবে যদি ওযরের কারণে বের হয় এবং সামা কথাবার্তা বলে অথবা দ্রুত গোসল করে নেয়, তাতে কোন সমস্যা নেই।
– ফাতাওয়ায়ে শামীঃ- ২/৪৪৫, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/২৭৫, ফাতাওয়ায়ে হাক্কানীয়াঃ- ৪/২০৪, আহসানুল ফাতাওয়াঃ- ৪/৪৯৭,
Leave Your Comments