উত্তরঃ- রোজা রাখার মান্নত করা সহীহ। অতঃপর স্থায়ী অসুস্থতা বা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে ফিদিয়া আদায়ের শর্তে রোজা না রাখার অনুমতি রয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত ব্যাক্তি প্রত্যেক রোজার বিনিময়ে ফিদিয়া আদায় করবে, অর্থাৎ এক ফিৎরা সমপরিমান সম্পদ গরীব কে দিতে হবে। আর ফিদিয়া আদায় করতে অক্ষম হলে আল্লাহর নিকট তাওবা করতে হবে।
-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ-২/৪৩৮, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ- ১৬৩, আহসানুল ফাতাওয়াঃ- ৫/৪৭৭,
Leave Your Comments