উত্তরঃ- স্বাভাবিকভাবে জীবন্ত প্রাণী ও মানুষের ছবি তোলা হারাম। একান্ত প্রয়োজনে মাথা ও মুখসহ সব অংশের ছবি তোলা যাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত গাছ পালা বা মানুষের মুখও মাথা ব্যাতিত অন্য অঙ্গের বা বিভিন্ন মনোরম দৃশ্যের ছবি তোলা বৈধ। এক্ষেত্রেও প্রয়োজন না হলে তোলা দরকার নেই।
-শরহু মায়ানিল আসারঃ- ২/৪০৩, বাদায়েউস সানায়েঃ-৪/৩০৪, কিফায়াতুল মুফতিঃ- ১৩/৫৬,
Leave Your Comments