প্রশ্নঃ- চিনের একটি অঞ্চলে রোজা রাখা নিষিদ্ধ। জানার ‍বিষয় হল এসব এলাকার মানুষের করণীয় কি?

উত্তরঃ- যে কোন আমল যথাসাধ্য আদায় করা আবশ্যক। একান্ত সমস্যা বা অপারগতা সৃষ্টি হলে কাজা করে নিবে।

সুতরাং প্রশ্নে বর্ণিত চীন অঞ্চলের মুসলমানগন যথাসাধ্য রোজা আদায় করার চেষ্টা করবে। রাষ্ট্রের বাঁধার মুখে একান্ত সম্ভব না হলে পরবর্তিতে কাজা করে নিবে।

 

-ফাতহুল ক্বাদীরঃ-৩/১১২, ফাতাওয়া আলমগীরীঃ-১/২৭০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *