প্রশ্নঃ- ছাত্রদের মাঝে প্রচলন আছে যে বছর শেষ হওয়ার পুর্বেই সসপেন,জগ,গ্লাস ইত্যাদি বিক্রি করে এবং ক্রেতা থেকে টাকা নিয়ে নিজেদের মাঝে ভাগ বন্টন করে নেয়। তারপর বছর শেষ হওয়া পর্যন্তৈ ঐ সমস্ত আসবাব ব্যাবহার করে। এ ধরণের ক্রয়-বিক্রয় শরিয়তে বৈধ হবে কি না?

উত্তরঃ- লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-কিক্রেতার ফায়দা রয়েছে এমন শর্ত গ্রহনযোগ্য নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত ক্রয়-বিক্রয়ে বিক্রেতার ফায়দা রয়েছে; এমন শর্ত বিদ্যমান থাকায় উক্ত ক্রয়-বিক্রয় বৈধ নয়।

 

-আল হিদায়াহঃ-৩/৫৯, রদ্দুল মুহতারঃ-৫/৮৫, ফাতাওয়া মাহমুদিয়াঃ- ১৬/৮৮,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *