প্রশ্নঃ-জমিনের মাটি বিক্রির ক্ষেত্রে প্রতিবেশি কি শুফা দাবি করতে পারবে?

উত্তরঃ- মূল জমির মধ্যে শুফার দাবী প্রমাণিত।

সুতরাং প্রশ্নে বর্ণিত জমির বিক্রিত মাটির উপর শুফা সাব্যস্ত হবে না।

 

– আল বাহরুর রায়েকঃ- ৮/২৪৯, আল হিদায়াঃ- ৪/৪০২, আন নাতফু ফিল ফাতাওয়াঃ- ৩০১, ফাতাওয়া তাতারখানিয়াঃ-১৭/৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *