প্রশ্নঃ- জাতীয় নিরাপত্তার কথা বলে সাধারণ নাগরিকদের ফোন ট্রেকিং করা যাবে কি না?

উত্তরঃ- প্রজাতন্ত্রের সকল নিরাপত্তা ও আনুসাঙ্গিক দায়ভার সরকারের উপর। সুতরাং নিরাপত্তার খাতিরে মোবাইল ট্রেকিং করাকে অবৈধ বলা যায়না। তবে নিছক হয়রানী করার উদ্দেশ্যে হলে তা হারাম ও মারাত্মক অপরাথ বলে বিবেচিত হবে।

 

-তাফসীরে কাবীরঃ-১৪/২৯৪, হুকমুল ইসলামি ফিল আলাই ওয়াল জাওয়াসীসঃ-১/১, জামিউল ফাতাওয়াঃ-৮/৩৪৬,

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *