উত্তরঃ- শরিয়তের ভাষ্য অনুযায়ী ব্যাক্তি মালিকানাধীন সম্পদ নেসাব পরিমান হলে তার উপর যাকাত ওয়াজিব হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি স্বামী স্ত্রীকে প্রদত্ত সম্পদের মালিক বানিয়ে দিয়ে থাকে তাহলে স্ত্রীর উপর এর যাকাত দেয়া ওয়াজিব । অন্যথায় স্বামীর উপর ওয়াজিব হবে।
-আল বাহরুর রায়েকঃ-২/৩৫৫, আল ফিকহূ আলা মাজাহিবিল আরবায়াঃ-১/৪৫৯,ফাতাওয়া রহীমিয়াহঃ-৭/১৫৪,
Leave Your Comments