উত্তরঃ-শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের আত্মঘাতি বোমা হামলা মারাত্মক কবীরা গুনাহ। কোন অবস্থাতেই এ ধরণের হামলাকারী আত্মঘাতি হামলা শরীয়তে সমর্থিত নয়, বরং এ ধরণের হামলাকারী আত্মহত্যাকারী হিসেবে গন্য হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত জিহাদে আত্মঘাতি বোমা হামলা করা বৈধ নয়।
– আদ দুররুল মুখতারঃ-৪/১২৮, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ৬/৭, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৩/১৩১,
Leave Your Comments