প্রশ্নঃ- টাকার বিনিময়ে মসজিদে ইতেকাফে বসানোর বিধান কি? জানালে উপকৃত হবো।

উত্তরঃ- শরীয়তে পারিশ্রমিক বা টাকার বিনিময়ে এবাদত বৈধ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে টাকার বিনিময়ে এতেকাফে বসানো বৈধ নয়।

 

-ফাতাওয়ায়ে শামীঃ- ৯/৯৪,  আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৪/৩৯৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *