প্রশ্নঃ- তারাবীর নামাজের ইমামতির বিনিময় জায়েয নাকি নাজায়েয?

প্রশ্নঃ-  দ্বীনের যে সকল জরুরী বিষয় সম্পাদনের জন্যে বিনিময় প্রদান ছাড়া লোক পাওয়া দুষ্কর, সে সকল বিষয়ে বিনিময় আদান-প্রদান বৈধ।

সুতরাং তারাবীর নামাজের ইমামতি দ্বীনের জরুরী বিষয়ের অন্তর্ভূক্ত হওয়ায় তার বিনিময় বৈধ।

 

-রদ্দুল মুহতারঃ- ৬/৫৬, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৪/৩৯৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *