উত্তরঃ শরীয়তের বিধান মতে যে সমস্ত বস্তু দ্বারা নেশা সৃষ্টি হয় সে গুলো ব্যবহার করা বা পান করা বৈধ নয়।সুতরাং তারী এর মধ্যে নেশা চলে আসলে তা কোন অবস্থায় পান করা বৈধ হবে না। চাই তারী সূর্য উঠার পূর্বে নামানো হোক বা পরে নামানো হোক।দলিলঃ সহিহুল বুখারী ২/৮৩৮ দুররুল মুখতার ১০/৩৯ কেফায়াতুল মুফতি ১৩/২৩৯।
Leave Your Comments