উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে ইসলাম ও দ্বীন রক্ষার স্বার্থে জিহাদ করলে সেটাই জিহাদ হবে, চাই সেটা দেশের জন্য হোক না কেন।
সুতরাং প্রশ্নে বর্ণিত দেশের জন্য যুদ্ধ করলে জিহাদ হবে। এবং তাতে মারা গেলেও শহীদের মর্যাদা পাবে।
-বাদায়েউস সানায়েঃ- ১/৩২৩, ইরশাদুস সারীঃ- ৫/৩১, আল বাহুরুর রায়েকঃ- ৫/১১৯,
Leave Your Comments