উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী মালিকানাধীন বস্তু সংরক্ষিত অবস্থায় মালিকের অগোচরে হস্তগত করাকে চুরি বলে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে দোকানের কর্মচারী কোন মাল মালিকের অগোচরে নেয়ার দ্বারা চুরি সাব্যস্ত হবে। তবে চুরির অপরাধে হাত কাটা হবেনা। কিন্তু অন্যান্য শ্বাস্তি প্রয়োগ করতে পারবে।
– আল হিদায়াঃ- ২/৫৪৫, ফাতাওয়া আলমগীরীঃ- ২/১৯৮, বাহরুর রায়েকঃ-৫/৯৬,
Leave Your Comments